সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ’র শেরপুর জেলা শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শ্রীবরদীর ভেলুয়া গ্রামে রজব আলী মাস্টার স্মৃতি পাঠাগারের সহযোগিতায় সোমবার (২৯ জুলাই) সকালে ভেলুয়া গ্রামে বন্যার্তদের মাঝে এবব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রজব আলী মাস্টার স্মৃতি পাঠাগার’র পক্ষে মোঃ রাশেদুজ্জামান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ’র শেরপুর জেলা শাখার সভাপতি সোহাগী আক্তার, চকবন্দী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা, জেলা ছাত্রলীগ নেতা আব্দুল আলীম হক প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্থরা বলেন, আমরা ত্রাণ সামগ্রী পেয়ে খুব খুশি। আমাদের কেউ এখনো ত্রান দেয়নি। আপনারাই প্রথম ত্রান দিলেন। এই সময়ে ত্রাণ সামগ্রী আমাদের খুব প্রয়োজন ছিলো।
সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ’র শেরপুর জেলা শাখার সভাপতি সোহাগী আক্তার শেরপুর টাইমসকে বলেন, আমাদের সাধ্যমতো যা পেরেছি তাই বন্যাকবলিত মানুষের দিয়েছি। আমরা শুকনো খাবার, পানি বিশুদ্ধ করণ ঔষধ, খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী দিয়েছি।
ত্রান বিতরণকালে ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ শেরপুর জেলা শাখার সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে সুন্দরভাবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।