রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক ফজলে এলাহীকে চীফ জুডাশিয়াল আদালতে হাজির করা হয়েছে। বুধবার (৮ জুন) সকাল সোয়া ৯টার দিকে তাকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।
২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে হওয়া মামলায় ফজলে এলাহীকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ।
রাঙামাটি কোতোয়ালি থানার এসআই অরূপ তালুকদার বলেন, সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক এলাহীকে আদালতে নেয়া হয়েছে।’
ফজলে এলাহী জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও বেসরকারি টেলিভিশন এনটিভির রাঙ্গামাটি প্রতিনিধি এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক।
কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ‘চট্টগ্রাম থানা থেকে মঙ্গলবার গ্রেপ্তারের ওয়ারেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে তোলা হয়েছে।
২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।