দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও দুদিনের কর্মসূচীর ঘোষণা দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ডাহা মিথ্যা কথায় পারদর্শী আওয়ামী লীগ।’ আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘দুর্নীতির মিথ্যা মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী মঙ্গলবার (৬ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকাসহ সারা দেশে মানববন্ধন পালন করা হবে। পরবর্তীতে আগামী বৃহস্পতিবার (৮ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করা হবে।’ বিএনপির এই নেতা আরও বলেন, ‘গতকাল খুলনার সভায় প্রধানমন্ত্রী ভোট চেয়ে নির্বাচনের বিধি লঙ্ঘন করেছেন। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করানোর পরও তারা নির্বাক।’ রিজভী বলেন, ‘ডাহা মিথ্যা কথায় পারদর্শী আওয়ামী লীগ আইনের শাসনের শত্রু। গণতন্ত্র হত্যাই হচ্ছে আওয়ামী লীগের জন্মদাগ। হিংসার সাধ মেটাতেই বেগম জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে। তার নেতৃত্বে বিএনপি নির্বাচনী মাঠে থাকলে আওয়ামী লীগ কঠিন অস্তিত্ব সংকটে পড়বে। সেজন্যই বেগম জিয়াকে আটকাতে এই অবৈধ সরকার নানামুখী কারসাজিতে লিপ্ত রয়েছে।’ এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রান্তিক বিষয়ক সম্পাদক এমএ মালেক, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।