বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস) এর বার্ষিক অনুষ্ঠান আগামী ৬ এপ্রিল বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
শিক্ষার মানউন্নয়ন শীর্ষক আলোচনা,কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক ড.মল্লিক আনোয়ার হোসেন।
এছাড়াও সংগঠনটির প্রতিষ্ঠাতা শাহিন মিয়া বিএসপির সভাপতিত্বে পুলিশ সুপার রফিকুল হাসান গনি,ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার এ জেড এম শরীফ হোসেন, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাসরিন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান,জেলা শিক্ষা কর্মকর্তা মো: সৈয়দ উদ্দিন , জেলা সমাজ সেবা কর্মকর্তা এ আর এম ওয়াহিদুজ্জামান , জে এন্ড এস গ্রুপে ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদি, প্রকৌশলী সাইদ অাহামদ সহ প্রমুখ উপস্থিত থাকবেন বলে সংগঠনটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নিশ্চিত করেছেন।