এবার ফের আলোচনায় চিত্রনায়িকা অপু বিশ্বাস। হিট সিনেমা উপহার দিলেও বেশির ভাগ সময়ই তিনি আলোচনায় থেকেছেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। এবার ইস্যু হলো এই নায়িকার ঠোঁট। গুঞ্জন ওঠেছিল ঠোঁটে সার্জারি করিয়েছেন এই চিত্রনায়িকা। কিন্তু বিষয়টি নিজেই এবার জানালেন তিনি।
‘সামার ফেস্ট’ শীর্ষক একটি আয়োজনে গতকাল শনিবার অংশ নেন অপু বিশ্বাস। আর সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি পরিস্কার তরেন এই নায়িকা।
অপু বিশ্বাস বলেন, ‘আমার সামনের দাঁতটা বাঁকা। অনেক জায়গায় বলা হয়েছে যে, আমি সার্জারি করিয়েছি। যদি আমাকে সার্জারি করাতেই হতো, তা হলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম।’
তিনি বলেন, ‘আমি কিন্তু শুরু থেকেই হেলদি। কখনো ছিপছিপে ছিলাম না। সুতরাং এই দুটো বিষয়ই আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছাবো।’
অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। সরকারি অনুদান নিয়ে এটি তিনি নিজেই প্রযোজনা করেছেন। ছবিটি মুক্তি পেয়েছিল গত কোরবানির ঈদে।