ময়মনসিংহে ওভার রেল ব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদ থেকে পড়ে রাসেল মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রাসেল নেত্রকোনার পূর্বধলা উপজেলার মো. শামসুদ্দিনের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
শনিবার (১৬ জুলাই) বিকেলে নগরীর কেওয়াটখালী রেলওয়ে ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক দীপক সাহা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল ৫টার দিকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে যায়। এসময় ছাদে বসে গন্তব্যে যাচ্ছিলেন নিহত রাসেলসহ আরও অনেকে।
ট্রেনটি নগরীর কেওয়াটখালী ওভার রেল ব্রিজ পার হওয়ার সময় অসাবধানতাবশত রাসেলের মাথা ওই ওভার ব্রিজে ধাক্কা খায়। এতে ট্রেনের ছাদ থেকে মাটিতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরও বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।