শেরপুরের নালিতাবাড়ীতে বালু নিতে আসা ট্রাক চাপায় এক বছর বয়সী সোহান নামে এক শিশু পিষ্ট হয়ে নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নয়াবিলের ডাক্তারগোপ এলাকার নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের জবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার নয়াবিল ডাক্তারগোপ এলাকার নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের পাশে বসে সোহান খেলাধুলা করছিল। এসময় ভোগাই নদী থেকে বালু নিতে আসা একটি ট্রাক বালু বোঝাই করার জন্য পেছাচ্ছিল। এতে অসাবধানতাবশত পেছনে খেলারত সোহানকে চাপা দিলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এঘটনায় চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়জনতা।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ অফিসার অবস্থান করছে। ঘাতক ট্রাকটিকে ও চালক আবুল হাশেমকে (৩০) আটক করা হয়েছে। শিশুর লাশ উদ্ধার এবং মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।