জামালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার দুপুরে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রানাগাছা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সোলায়মান (৫৫), আব্দুল মজিদ (৪৮), অটোচালক জয়নাল আবেদীন (৪২) ও সাহেদ আলী (৫৫)। তাদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নে।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ যুগান্তরকে জানান, দুপুরে জামালপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি ট্রাক। আর সদর উপজেলার ইটাইল থেকে শ্রীপুরে আসছিল অটোরিকশাটি। জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রানাগাছা মুদিপাড়া এলাকায় ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার চালকসহ ৯ জনই আহত হয়। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোলায়মান ও আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাতজনকে পরে জামালপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে জয়নাল আবেদীন ও সাহেদ আলীর মৃত্যু হয়।
ওসি কাজী শাহনেওয়াজ আরও বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।