ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাটিভর্তি ড্রামট্রাকের ধাক্কায় অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় শিশুসহ ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের উত্তর রাংচাপড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে অটোচালক আবুল হোসেন (৫০) ও অটোযাত্রী ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের আফাজ উদ্দিন বাজার এলাকার আফছার উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৪৫)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া এলাকা রান্দিয়া থেকে ভালুকাগামী যাত্রীবাহী অটোকে মাটিবাহী একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুইজনের লাশ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহতরা হলেন- ভরাডোবা গ্রামের শফিকুলের স্ত্রী ফাতেমা (৩৫), ফখরুল ইসলামের স্ত্রী রুনা (৩০), নিহত আব্দুল মতিনের ছেলে ছোয়াদ (১০) ও অজ্ঞাত দুইজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল-মামুন জানান, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার ও আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, নিহত দুইজনের লাশ আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।