বৃষ্টিতে দিন শুরু শেরপুরবাসীর। কয়েকদিন ধরেই ভ্যাপসা গরম বিরাজ করছে প্রকৃতিতে। মাঝে দুএকদিন বৃষ্টি হলেও তা ছিল কিছু সময়ের জন্য। গরমের অস্বস্তি কাটিয়ে স্বস্তি নিয়ে এলো বৃষ্টি।।
শনিবার (৬ আগস্ট) ভোর থেকে বৃষ্টি ঝরছে, যা এখনো অব্যাহত আছে। টিপটিপ করে ঝরা বৃষ্টি নগরজীবনে যেমন স্বস্তি এনেছে পাশাপাশি এনেছে অস্বস্তিও। বিশেষ করে যারা শহরে যারা কাজে যাবে অথবা চাকুরীস্থলে যোগ দিবে তারা পড়েছে বিপাকে।
বর্ষায় আবেগ ও অনুভূতির জোয়ারে ভাসেননি এমন কবি, সাহিত্যিক পাওয়া যায় না। শুধু যে কবি-সাহিত্যিক তা নয়, সাধারণ মানুষও বর্ষায় কদমফুল হাতে অপেক্ষায় থাকে প্রেমিকার জন্য।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছে বর্ষাকে মনে হয়েছে ‘বাদলের পরী’। তিনি লিখেছেন, ‘রিমঝিম রিমঝিম ঘন দেয়া বরষে/কাজরি নাচিয়া চল, পুর-নারী হরষে।’
পূর্বাভাসে জানানো হয়েছিল, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারীবর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।