অনেকেই মনে করেন টিকটিকি ডাকলে আপনার চিন্তা করা কথা মিলে যায়। মনে করেন আপনি কোন একটি বিষয়ে ধারনা করছেন অথবা সম্ভাবনা বা ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে কথা বলছেন। আর এমন সময় আপনার ঘরে থাকা টিকটিকি ‘টিকটিক’ শব্দ করে উঠলো।
তাতেই হয়তো আপনি ধরে নিয়েছেন আপনি যা চিন্তা করছেন তা সত্যি। মজার বিষয় হলো অনেকেই টিকটিকি ডেকে উঠলে তা সত্যি হবে বলেও মনে করেন। তবে আপনি জানেন কি? টিকটিকি নিয়ে এত সব ব্যাখ্যা কেন?
কখনো কি ভেবে দেখেছেন কি টিকটিকির ডাক নিয়ে এত হইচই কিসের? কেনই বা টিকটিকি নিয়ে এই ধারনা?
প্রচলিত আছে, পূর্বে খনা নাম এক সত্যবাদী মহিলা ছিলেন। তিনি জ্যোতিষ গণনা করে যা বলতেন তাই নাকি সত্যি প্রমাণিত হত। এই খনার শ্বশুর এই জন্যই তার জিভ কেটে দিয়েছিলেন বলে শোনা যায়৷ আর জিভের সেই কাটা অংশ নাকি খেয়ে ফেলেছিল টিকটিকি।
তাই মনে করা হয় টিকটিকির ডাক শুনলে তা শুভ৷ সে সময় কোনও কথা বললে তা সত্যি প্রমাণিত হওয়ারও সম্ভাবনা থাকে৷ তবে এই ধারনার বাস্তবতায় যথেষ্ট প্রমাণের ঘাটতি রয়েছে। তাই ধারনাকে অনেকেই কুসংসস্কার হিসেবে মনে করে থাকে।