টানা ছয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম সুরুজ মিয়া (৫৫)। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ হাজার ৪১৬ ভোট পেয়ে ষষ্ঠবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন নৌকা প্রতীকের এ প্রার্থী।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিদলীয় স্বতন্ত্র প্রার্থী রমজান আলী জহির। তিনি পেয়েছেন ৬ হাজার ১৪৪ ভোট। এ উপজেলায় একটানা এতবার চেয়ারম্যান ছিলেন না আর কেউই।
১৯৯২ সালে ২৩ বছর বয়সে প্রথমবারের মতো ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সুরুজ মিয়া। এবারের নির্বাচনেও জয়লাভের মধ্যদিয়ে তিনি টানা ৩৩ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেলেন। এছাড়া তিনি হালুয়াঘাটের কড়ইতলী স্থলবন্দরের আমদানিকারক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে নির্বাচিত এ চেয়ারম্যান বলেন, আমি ভুবনকুড়া ইউনিয়নবাসীর কাছে চিরকৃতজ্ঞ। তাদের দোয়া, সমর্থন ও ভালোবাসায় আমি ষষ্ঠবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। বিগত সময় যেভাবে এই ইউনিয়নের মানুষের সুখদুঃখে পাশে ছিলাম, আমৃত্যু সেভাবেই তাদের পাশে থেকে সেবা করে যাব।