ড. মুহাম্মদ ইউনূস ‘টাউটারি করে’ নোবেল পুরস্কার পেয়েছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নোবেল প্রাইজ যদি পেতে হয়, তবে পাবে ক্ষুদ্রঋণের প্রবর্তক পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কিন্তু টাউটারি করে সেখানে দেওয়া হলো গ্রামীণ ব্যাংক এবং ড. মুহাম্মদ ইউনূসকে।
আজ শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের কবি জসীমউদদীন হলে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী এ মন্তব্য করেন। খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, পল্লী উন্নয়ন একাডেমি (বর্তমানে বিআরডিবি) ৭ শতাংশ সুদে দরিদ্র মানুষকে ঋণ দেয়, সেখানে গ্রামীণ ব্যাংক দেয় ৪০ শতাংশ সুদে। এ কারণেই নোবেল পুরস্কার পেলে পাবে পল্লী উন্নয়ন একাডেমি। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে জানিয়ে পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রা ধরে এগিয়ে যাচ্ছেন। এ লক্ষ্যে তিনি ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের আর ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে নিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। এ সময় উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। ফরিদপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অনুদান, ত্রাণের ঢেউটিন, মসজিদ-মন্দিরের জন্য বরাদ্দকৃত অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র-ছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠান, ২০০টি অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা, ৭৪টি মসজিদ-মন্দিরের আর্থিক অনুদান এবং ১৩টি সাংস্কৃতিক সংগঠনের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ।