মহান ত্যাগের বার্তা নিয়ে পবিত্র ঈদুল আজহা আবার আমাদের মধ্যে সমাগত। আমি এই উপলক্ষে শেরপুরবাসীকে জানাই ঈদ মুবারক।
মহান আল্লাহপাকের নির্দেশে মুসলিম জাতির পিতা হযরত ঈব্রাহিম (আ.) তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে যেভাবে পরম করুনাময় আলাহতায়ালার সন্তুষ্টি বিধান ও নৈকট্য লাভ করেছিলেন।
ঠিক তেমনি আমরা ইসলামের নির্দেশিত পথে নিজের জান ও মালের কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন।
ঈদ সবার জন্য অনাবিল আনন্দ বয়ে আনুক এই কামনা করে আমি শেরপুরবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শাহরিয়ার মিল্টন
সম্পাদক, শেরপুর টাইমস ।