বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শনিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের হারারে স্পোর্টিং ক্লাব মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকাদের ছাড়াই শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
সিরিজ শুরুর আগে শুক্রবার অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, জিম্বাবুয়েকে তাদের মাটিতে হারাতে আমাদের সেরা খেলা খেলতে হবে। এটা চ্যালেঞ্জিং। অবশ্যই আমরা যতটা সম্ভব ম্যাচ জিততে চাই।
বাংলাদেশ: লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে: রেগিস চাখাবা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভাইন (অধিনায়ক), সিন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও তানাকা চিভাঙ্গা।