সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তারর সুনামগঞ্জের শাল্লার যুবক ঝুমন দাশের মুক্তির দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় ব্রীজপাড় মোড়ে উদীচী শিল্পী গোষ্ঠী ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সহসভাপতি আল্লামা জামান খোকা।
এসময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার সোলাইমান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদকমো. জাহিদুল হগক মনির, প্রচার সম্পাদক আব্দুল করিম, সদস্য নিশি বাবু, অমল, আমিনুল প্রমুখ।