শেরপুরের ঝিানইগাতীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ করেছে থানা পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তেঁতুলতলা ইকরা বিদ্যা নিকেতন বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। ঝিনাইগাতী থানা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন হাতিবান্দা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম। বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনার উল্ল্যাহ, সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন, প্রধান শিক্ষক আক্তার উজ্জামান কাজল প্রমুখ।