শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপেিজলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে এসময় উপজেলার আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মুক্কু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, সংসদ সদ্যস্যের প্রতিনিধি একেএম বেলায়েত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফকির আ:মান্নান মাষ্টারসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।