শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নব-নির্মিত মডেল ভবনের শুভ উদ্বোধন করা হয়। ২৯ জানুয়ারী রবিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শেরপুর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম শরীফ হোসেন, ঝিনাইগাতী থানার ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, জেলা শিক্ষা অফিসার সৈয়দ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন সরকার, জেলা পরিষদ সদস্য আবু তাহের, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি ফারুক আহাম্মেদ প্রমুখ। আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগীতা শেষে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুস্তম আলী।