শেরপুর জেলা পরিষদের অর্থায়নে ঝিনাইগাতী উপজেলার পাহাড়ে বন্যহাতি তাড়াতে বিনামূল্যে জগলাইট ও সেলাই মেশিন, চার্জার ল্যাম্পসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড মোরশেদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের। এতে বক্তব্য দেন- রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল ইসলাম, কাংশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনার উল্ল্যাহ, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েনের চেয়ারম্যান মি. নবেশ খকশি প্রমুখ।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের জানান, ঝিনাইগাতী উপজেলার পাহাড়ে বন্যহাতি তাড়াতে বিনামূল্যে পাহাড়ের ৪৪টি পরিবারের মাঝে জগলাইট, দরিদ্র ৩৬ নারীকে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১৫ শিক্ষার্থীকে চার্জার ল্যাম্পসহ ৬ সেট খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।