শেরপুরের ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই শনিবার সকালে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি শামসুদ্দোহা বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য রমজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের।
সমিতির বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সমিতির কোষাধ্যক্ষ আবু বাহার ও সাবেক ছাত্রলীগ সভাপতি ফারুক আহাম্মেদ প্রমুখ। সভা শেষে সমিতির সদস্যদের মাঝে একটি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।