শেরপুরের ঝিনাইগাতী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে ওয়ার্ল্ড ভিশনের জাতীয় কার্যালয়ের কর্মকর্তাগণ। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনব্যাপী পরিদর্শন করা হয়।
এসময় পরিদর্শন টিমে ছিলেন, ডাঃ গ্লোরিয়াস গ্রেগরী দাস, ডাইক্টের টেকনিকেল প্রোগ্রাম, বনিফেস মন্টু রোজারিও,ডিরেক্টর স্পন্সরশীপ ম্যনেজমেন্ট, রতেœস বাসাক, ন্যাশনাল কোর্ডিনেটর সিস্টেম সাপোর্ট, বলরাম তরফদার, এইচইএ কোর্ডিনেটর।
পরিদর্শনের এলাকাগুলো হচ্ছে, বন্দভাটপাড়া ইসিসিডি, খৈলকুড়া জাগরন মহিলা সমবায় সমিতি, রাংটিয়া সমম্বিত বসত বাড়ী উন্নয়ন (গেজুয়েশন মডেল),গান্ধিগাাঁও দুর্যোগ প্রস্তুতি সেশন, রাংটিয়া গারো পাড়া গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং নলকুড়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। পরিদর্শকগন এডিপি’র এসকল কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় এডিপি টিমের সদস্য এবং এলাকার জনগন উপস্থিত ছিলেন।