শেরপুরের ঝিনাইগাতীতে ৬ মার্চ সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঝিনাইগাতী এডিপি’র কর্ম এলাকায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জাতীয় পরিচালক মি: ফ্রেড উইটেভেন।
তিনি নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামে সমন্বিত বসতবাড়ী উন্নয়ন, বন্য হাতী প্রতিরোধের মহড়া, কোচ সম্প্রদায়ের সংস্কৃতি ও তাদের জীবনযাত্রা, মরিয়মনগর চার্চে গারো সংস্কৃতি ও তাদের জীবনযাত্রা এবং স্পন্সর শিশু পরিবার পরিদর্শন করেন।
এসময় তিনি ওয়ার্ল্ড ভিশন এর বিভিন্ন কার্যক্রমের সাথে জনগণের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উন্নয়ন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মি: সাগর মারান্ডী, জাতীয় পরিচালকের সহধর্মিনী মিসেস জর্জিনা, ঝিনাইগাতী এডিপি’র ম্যানেজার মি: বেঞ্জামিন মারাক, এডিপি’র স্টাফবৃন্দ, এলাকার জনগণ ও শিশু প্রতিনিধিবৃন্দ।