শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ শয্যার তিনতলা নতুন একটি ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারী) দুপুরে সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক নতুন ভবন উদ্বোধন করেন।
সংশ্লিষ্ঠ সূত্র জানায়, ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য ২০১৮ সালের মে মাসে ১৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে তিনতলা নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। এই ভবনে ১৫ শয্যার বেড, চারটি কেবিন, তিনটি অপারেশন থিয়েটারসহ চিকিৎসকদের রোগী দেখার চেম্বার রয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন।
এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, জেলা সিভিল সার্জন ডাঃ আবুল কাশেম আনওয়ারুল রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ প্রমুখ।