শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে প্রশাসন।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রুবেল মাহমুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেদুল হাসান, থানার ওসি (তদন্ত) আব্দুল কাদের, উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা মো.হাবিবুর রহমান প্রমুখ।
সভায় নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্ধী প্রার্থীরা তাদের অভিযোগ উত্থাপন করেন ও ওই সব অভিযোগ সমাধানের আশ্বাস এবং প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে পরামর্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ।