শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী ১৬ জনের মধ্যে ২ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জন জামানত হারিয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান ২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান ১ জন। জামানত হারানো চেয়ারম্যান প্রার্থীরা হলেন জাতীয় পার্টির নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র মো. আব্দুল ওয়াহেদ, ন্যাশনাল পিপ্লস পার্টি (এনপিপি) মনোনীত মো. আব্দুল হাই।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম মুক্কু, মো. আব্দুর রহিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাম্মৎ জেবুন নেছা হক কোহিনুর জামানত হারিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, এ উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৫ হাজার ২০৬ ভোট। তন্মধ্যে নির্বাচনে ৫৩ কেন্দ্রে ভোট পড়ে ৬৬ হাজার ২৯০ ভোট।
নিয়ম অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে ১০ হাজার টাকা করে জামানত হিসেবে জমা দিতে হয়। সেই জামানতের টাকা ফেরত পেতে ওই উপজেলার সব ভোটকেন্দ্রে পড়া
মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ পেতে হয়।
উল্লেখ্য, নির্বাচনে আ.লীগের মনোনীত (নৌকা) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ৩৪ হাজার ৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মো. ফারুক আহাম্মেদ ফারুক (মোটর সাইকেল) প্রতীকে ১০ হাজার ৮০২ ভোট পেয়েছেন।