শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনীত (নৌকা) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ৩৪ হাজার ৫৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার রাত ১০টার দিকে উপজেলা প্রশাসনের সভা কক্ষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মো. ফারুক আহাম্মেদ ফারুক (মোটর সাইকেল) প্রতীকে ১০ হাজার ৮০২ ভোট পেয়েছেন।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে ১৫ হাজার ৩৮৫ ভোট পেয়ে টিউবওয়েল প্রতীক নিয়ে মো. মোফাজ্জল হোসেন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. রকিবুল ইসলাম রোকন (চশমা)। তিনি পেয়েছেন ১৫ হাজার ২৬৫ ভোট।
নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান লাইলী বেগম (কলস) প্রতীক নিয়ে ২৫ হাজার ৬১৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেসমিন আক্তার (ফুটবল) ১৭ হাজার ১৪৯ ভোট পেয়েছেন।