শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের সভাকক্ষে এই সভা চলে।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সুজা প্রমুখ।
বর্ধিত সভায় জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি বলেন, দলের সব নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।