শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করেছে একটি চক্র। মোবাইল নম্বর ‘ক্লোন’ হওয়ার কথা জানিয়ে ইউএনও ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।
২৬ অক্টোবর দুপুরের দিকে ইউএনও স্ট্যাটাসে লেখেন,
“আসসালামু আলাইকুম।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে,উপজেলা নির্বাহী অফিসারের সরকারী মোবাইল নম্বর (০১৭৮৪…..০৬) ক্লোন করে ২/১ জনের কাছে টাকা চাওয়া হয়েছে।
সকলকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।”
ইউএনও ফারুক আল মাসুদ বলেন, ‘ডিজিটালাইজেশনকেও একটি চক্র অপকর্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নেট দুনিয়া সম্পর্কে লব্দ জ্ঞানকে ভালো কাজে ব্যবহারের পরিবর্তে একটি চক্র প্রতারণার কাজে ব্যবহার করছে। তেমনি আমার নম্বরটি ক্লোন করে প্রতারণার আশ্রয় নিয়েছে একটি চক্র। এব্যাপারে আমি সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’