শেরপুরের ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ করানো হয়েছে। আজ মঙ্গলবার ওই স্কুলে সততা স্টোর উদ্বোধন অনুষ্ঠানে এ শপথ বাক্য পাঠ করানো হয়।
ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সততা স্টোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এজেডএম শরীফ হোসেন তার বক্তব্য চলাকালে এ শপথ বাক্য পাঠ করান।
তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে তিনি এ শপথ পাঠ করান।
প্রধান অতিথির বক্তব্যে এজেডএম শরীফ হোসেন বলেন, “আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। পড়াশোনা শেষে করে দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবে। আমরা সবাই যদি দুর্নীতিকে ঘৃণা করতে শিখি তাহলে আগামীতে দুর্নীতি কমে আসবে। দুর্নীতি প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ওসি বিপ্লব কুমার বিশ্বাস শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে। তোমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দুর্নীতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শিক্ষাগ্রহণের পাশাপাশি সবাইকে সততার শিক্ষা নিতে হবে। তবেই সমৃদ্ধ দেশ গড়া সম্ভব হবে।
ঝিনাইগাতী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেমের সভাপতিত্বে এসময় ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার মো. আতিকুর রহমান তালুকদার, প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সহ সভাপতি রবেদা ম্রং, সাংবাদিক ও মানবাধিকারকর্মী ইমরান হাসান রাব্বীসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক শিক্ষিকা ও প্রয় ৫ শতাধিক শিক্ষার্থী শপথে অংশ নেয়।