শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত ১১ আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামী হওয়ায় তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে ঝিনাইগাতী থানার অফিসারদের সমন্বয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয়।
পরে বুধবার ওই আসামীদের পুলিশ আদালতে সোপর্দ করে। পরে বিজ্ঞ আদালত ধৃত আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।