শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভালুকা ভিবিও সমবায় সমিতি লিঃ এর ৩য় বার্ষিক সাধারণ সভা ১৩ মার্চ সোমবার সকালে ভালুকা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ভালুকা ভিবিও সমিতির চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কোরবান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহিম, জেলা সমবায় পরিদর্শক রুকুনুজ্জামান, আমির হোসেন, উপজেলা ভিবিও’র ম্যানেজার মানিক চন্দ্র সরকার। ভালুকা ভিবিও সমিতির সেক্রেটারী হাফেজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চীফ এক্সিকিউটিভ অফিসার আবদুল হামিদ। উক্ত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মাঝে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, ভালুকা ভিবিও সমবায় সমিতির বর্তমানে সদস্য সংখ্যা ৩শ ৬ জন, মূলধন প্রায় ৩৩ লক্ষ টাকা। সমিতির উল্লেখযোগ্য কার্যাবলীর মধ্যে সদস্যদের মাঝে ঋণ বিতরণ, হত-দরিদ্র সদস্যদের আর্থিক অনুদান প্রদান, সেলাই প্রশিক্ষণ, সবজি ও রোগ বালাই দমন সম্পর্কে প্রশিক্ষণ এবং কৃষকদের প্রশিক্ষনের মাধ্যমে চাষাবাদ করা ইত্যাদি কর্মকান্ড অব্যাহত আছে।