ইমরান হাসান রাব্বী ও নাঈম ইসলামঃ শেরপুরে নিখোঁজের ২০ দিন পর হোসেন আলী (৩৫) নামে এক আটোরিকশা চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে র্যাব-১৪।
মঙ্গলবার (১৪ডিসেম্বর) সকালে ঝিনাইগাতীর কোচপাড়া বটতলার পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হোসেন আলী শ্রীবরদী উপজেলার শেখদীর আশরাফ আলীর ছেলে।
র্যাব ও পরিবারের সদস্যরা জানান, গত ২৬ নভেম্বর সকাল ৯ টার দিকে অটোরিকশা নিয়ে বের হয়। পরে বাড়িতে না ফিরলে ২৯ নভেম্বর শ্রীবরদী থানায় একটি জিডি করে। পরে ১০ ডিসেম্বর র্যাবকে জানালে র্যাব বিষয়টি আমলে নিয়ে অভিযান করে। অভিযানে শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে সুজন (২৮) এবং ঝিনাইগাতীর নওকুচী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে সুমেল রানা (৩০)কে আটক করে র্যাব। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ে মাটি চাপা দেওয়া হোসেন আলীর গলিত মরদেহ উদ্ধার করা হয়।
র্যাব-১৪ এর অধিনায়ক রুকনুজ্জামান বলেন,চলতি মাসের ১০ তারিখে অভিযোগটি তারা পায়। পরবর্তীতে সুজন ও সুমনকে আটক করে। সুজন ও সুমন অটোচালককে ভাড়ার কথা বলে কোচপাড়ায় নিয়ে আসে। এবং একপর্যায়ে অটোচালক হোসেন আলীকে হত্যা করে পাহাড়ে মাটিচাপা দেয়। অটোর ব্যাটারি ১০ হাজার টাকায় বিক্রি করে দুজনে ৫ হাজার টাকা করে ভাগ করে নেয়। তারা অটো রিকশা ছিনতাইয়ের সাথে জড়িত।