উৎসব-আনন্দ আয়োজন আর প্রার্থনার মধ্যে দিয়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার চার ইউনিয়নের খ্রিষ্টান পল্লীগুলোতে প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদ্যাপন করেছে এ সম্প্রদায়ের মানুষেরা।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার ১৭টি গির্জায় অনুষ্ঠিত হয় প্রার্থনা। এতে খ্রিষ্টধর্মাবলম্বীরা অংশ নেন। প্রার্থনায় বিশ্বশান্তি ও মানুষের মঙ্গল কামনা করা হয়। উপজেলার সবচেয়ে বড় গির্জা মরিয়মনগর সাধু জর্জ ক্যাথলিক চার্চে প্রার্থনা পরিচালনা করেন ফাদার সুবল কুজুর সিএসসি। পরে মরিয়মনগর প্যারিস কাউন্সিলের আয়োজনে শুভ বড়দিনের আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক। প্রার্থনা শেষে বাড়িতে বাড়িতে চলে নানা উৎসব-আয়োজন। আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবরা একে অপরের বাড়িতে বেড়াতে যান। কেক কাটা ও বিশেষ খাবারের আয়োজন করা হয় বাড়িতে বাড়িতে। শুভেচ্ছা ও উপহার বিনিময় করেন নিজেদের মধ্যে। গির্জাগুলোতে গোশালায় জন্ম নেওয়া যিশুর জন্মদিনের ক্ষণটিকে ফুটিয়ে তোলা হয় প্রতীকীভাবে। এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গির্জাগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ।