শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচয় দিয়ে ফোন করে টাকা দাবী করছে দুষ্কৃতিকারী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়ে সবাইকে সতর্ক করেছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ নিজেই। রাত ৯টা ৬ মিনিটে ইউএনও ঝিনাইগাতী শেরপুর নামের ফেসবুক প্রোফাইলে তিনি এ বিষয়টি জানান।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ লিখেন, “ আসসালামু আলাইকুম। সম্মানিত/প্রিয় ঝিনাইগাতিবাসী, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে,01610473039 এই মোবাইল নম্বর থেকে ইউএনও ঝিনাইগাতি পরিচয় দিয়ে কেউ একজন কয়েক জনের কাছে টাকা চেয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অনুগ্রহ পূর্বক কেউ বিভ্রান্ত হবেন না।”
এদিকে ইতোমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।