শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭ মাদকসেবীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্ব) বিকালে শেরপুরের বিচারিক আদালতের হাকিম মো. শরিফুল ইসলাম খানের নির্দেশে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার দিবাগত রাতে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আল আমিন (৪০), মুক্তার আলী (৫৫), মাইনুল বাঙ্গালী (৪৮), জিয়াউর রহমান (৩৮), আহাম্মদ আলী (৬০), মোজাম্মেল হক (৪৫), আঃ আওয়াল (৫৫)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি আবুবক্কর সিদ্দিকের নেতৃত্বে এসআই সাজেদুল ইলাম, হারুন অর রশিদ ও আব্দুর রেজ্জাক সঙ্গীয় ফোর্সসহ দারিয়ারপাড় ও শংকরঘোষ এলাকা থেকে গাঁজা সেবনকালে ৬৮৫ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক জানান, গ্রেফতারকৃত ওই সাত জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, মাদকসহ অন্যান্য অপরাধ দমন করতে জেলার প্রতিটি উপজেলায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।