শেরপুরের ঝিনাইগাতীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাদেক আলী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর)। ১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শালচূড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাদেক শ্রীবরদী উপজেলার চুকচুগি গ্রামের মৃত নুরুল হকের ছেলে। শুক্রবার দুপুরে মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার সাড়ে ৬টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে ঝিনাইগাতী উপজেলার শালচূড়া গ্রামের জনৈক আবুল হোসেন মাস্টারের বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালায় র্যাবের একটি দল। ওইসময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ সাদেক আলীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, গ্রেফতার যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ ঝিনাইগাতীর বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় গ্রেফতার সাদেকের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।