‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ স্লোগানে শেরপুরের ঝিনাইগাতীতে আজ বৃহস্পতিবার সকালে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারদলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার দুই সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করে।
পরে মেলা প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এএসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাধারন সম্পাদক এএসএম আমিরুজ্জামান লেবু, জাসদ’র সাধারন সম্পাদক একেএম ছামেদুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলি মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো.শাহ আলম, ছাত্রলীগের সভাপতি মো. মশিউর রহমান, সাধারন সম্পাদক মো. শাহরিয়ার খান শাওন প্রমুখ।
উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলায় উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের ৩৭টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে সরকারের বিভিন্ন অধিদফতরের উন্নয়নের সচিত্র প্রতিবেদন ও উন্নয়নমূলক কমর্কাণ্ডের তথ্য প্রচার করা হচ্ছে। এবারের মেলায় ব্যাপক লোকসমাগম ছিল। এ মেলা আগামী শনিবার শেষ হবে বলে জানা গেছে।