শেরপুরের ঝিনাইগাতীতে রাস্তার পাশে বিপদজনকভাবে গাছের গুড়ি/টুকরো রাখায় দুই করাতকল মালিককে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার হাতীবান্দা ইউনিয়নের পাগলারমুখ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারুক আল মাসুদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝিনাইগাতীর পাগলারমুখ এলাকায় কয়েকটি করাতকলের সামনের ঝিনাইগাতী-শেরপুর সড়কের পাশেই বিপদজনকভাবে গাছের গুড়ি রাখা হচ্ছিল। এতে যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা ছিল।
রাস্তা যানজটমুক্ত রাখা ও দুর্ঘটনা থেকে রক্ষা পেতে ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই করাতকল মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
অভিযানকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।