আগামী ১৯ জানুয়ারী শেরপুরের ঝিনাইগাতীতে প্রায় ২৮ হাজার শিশুকে (ছয় থেকে ৫৯ মাস বয়সী) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু হাসান শাহীন।
সভায় বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম মুক্কু, ইউএনও রুবেল মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রশিদা বেগম, ইউপি চেয়ারম্যান মো. মোফাজ্জ্বল হোসেন চাঁন প্রমুখ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু হাসান শাহীন জানায়, এবার উপজেলায় ২৭ হাজার ৫০০ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৫০০ শিশুকে খাওয়ানো হবে ১ লাখ (আইইউ) নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল।
আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ২ লাখ (আইইউ) লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল।
সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের ১৬৯টি কে কেন্দ্রে কর্মসূচি বাস্তবায়নের জন্য ৮৪ জন স্বাস্থ্য সহকারীসহ ৪৬২ জন স্বেচ্ছাসেবক কাজ করবে।