শেরপুরের ঝিনাইগাতীতে ২০ পিস ইয়াবাসহ মো. ফজলুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রবিবার রাতে উপজেলা বানিয়া পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজলুর রহমান রামনগর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। আজ সোমবার গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানার এএসআই মো. রফিকুল আলম রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার বানিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফজলুর রহমানকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।
থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুর টাইমস/ বা.স