আজ শুভ বড়দিন। বিশ্বজুড়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীর ছোট-বড় সব মানুষের প্রবল আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা তার কেন্দ্র হচ্ছে ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন। এই দিনটি সবার কাছে পুণ্যময় বড়দিন বলেই পরিচিত। খ্রিষ্ট ধর্মাবলম্বীর তাৎপর্যপূর্ণ দিনটি ধর্মীয় ও সামাজিকভাবে জাঁকজমকের মধ্য দিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে ১৭টি গীর্জায় ‘উৎসব ও আনন্দে’ পালিত হচ্ছে। উৎসবটি নির্বিঘ্নে পালন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার তিনটি ইউনিয়নে ১৭টি গীর্জা রয়েছে। এসব গীর্জায় দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে এ ধর্মাবলম্বীরা। মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর ফাদার সুবল খুজুর সিএইচসি জানান, দিনটি ধর্মীয় ও সামাজিকভাবে উদযাপন করতে গীর্জাগুলোতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, উৎসবটি পালনে গীর্জাগুলোতে কড়ানিরাপত্তা ব্যবস্তা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, দিনটি উপলক্ষে গতকাল মঙ্গলবার প্রত্যেক গীর্জার প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, পুলিশ, আনসারদের নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা করা হয়েছে। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারিভাবে প্রতিটি গীর্জায় ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।