এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী, প্রতাবনগর দিলরুবা নজরুল বুদ্ধি প্রতিবন্ধী, জমিলা সিদ্দিকী বুদ্ধি প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় থেকে ১২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া প্রতিবন্ধী শিক্ষার্থীরা শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার সকালে আহামদনগর পরীক্ষা কেন্দ্রে প্রতাবনগর দিলরুবা নজরুল বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী শাওনসহ আরো পাঁচ জন ও অন্যরা ধানশাইল কেন্দ্রে পরীক্ষা দেন। শাওন শারীরিক প্রতিবন্ধী। পড়া লেখা শিখে বড় হয়ে কি হতে চায়? এ প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে বলে, সে পড়ালেখা শিখে শিক্ষিত হতে চায়। পরিবার ও সমাজের কল্যাণে নিজেকে সম্পৃক্ত করতে চায়। কেউ যেন তাকে প্রতিবন্ধী ভেবে অবজ্ঞা না করে। অন্যরাও সমাজে অবহেলিত না থেকে পড়ালেখা করে দেশের সুনাগরিক হতে চায়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, এবার ১২ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ নিচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। তারা লেখাপড়া শিখে স্বাবলম্বী হবে, এমনটাই আশা করছি।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।