করোনার সংকটকালীন পরিস্থিতিতে শেরপুরের ঝিনাইগাতীতে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল ১০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ নগদ অর্থ তুলে দেন ইউএনও ফারুক আল মাসুদ। সোনালী ব্যাংকের অর্থায়নে প্রতি পরিবারকে ২ হাজার টাকা করে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সোনালী ব্যাংকের ঝিনাইগাতী শাখা ব্যবস্থাপক এএসএম মাসুম চৌধুরী, ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম প্রমুখ।