শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক দূর্ঘটনায় নুছাইবা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের মাটিয়াপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুছাইবা ওই এলাকারই জামাল উদ্দিনের মেয়ে ও স্থানীয় ব্রাক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন জানান, সকাল সাড়ে নয়টার দিকে নুছাইবা স্থানীয় হদিপাড়া ব্রাক স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ঝিনাইগাতী হতে শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশা তাকে (নুছাইবা) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় অটোরিকশাটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি উদ্ধার ও চালক আতিকুর রহমানকে আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, পরিবারের আবেদনক্রমে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।