শেরপুরের ঝিনাইগাতীতে ১৪ জুলাই শুক্রবার সকাল ১১টায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫টি স্যালো মেশিন জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম শরীফ হোসেনের নির্দেশে এবং পুলিশ ও বিজিবির যৌথ উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সীমান্ত এলাকায় বন নষ্ট করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাওয়াকুচায় ২টি স্যালো মেশিন ও পশ্চিম বাকাকুড়ায় ৩টি স্যালো মেশিন জব্দ ও ধ্বংস করা হয়।