শেরপুরের ঝিনাইগাতীতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী (১০)কে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ইসমাইল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বুধবার (২১ আগস্ট) রাতে উপজেলার দাড়িয়ারপাড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ইসমাইলকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ঝিনাইগাতী উপজেলার দাড়িয়ারপাড় এলাকার দিনমজুরের কন্যা ও কালিনগর চৌরাস্তা ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণিপড়–য়া ওই ছাত্রীর বড় বোন অসুস্থ থাকায় তার বাবা-মা সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিলেন। ওই অবস্থায় রাত ১০টার দিকে ঘুমন্ত স্কুলছাত্রীকে বাড়িতে রেখে তার বড় ভাই বাড়ির বাইরে যায়। বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরে প্রবেশ করে ওই স্কুলছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী ইসমাইল হোসেন। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলে বুধবার রাতেই পুলিশ ইসমাইল হোসেনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক বলেন, অভিযোগের প্রেেিত ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।