
সোনালী ব্যাংক পিএলসি শেরপুরের ঝিনাইগাতী শাখা ব্যবস্থাপক মো. মোস্তফা কামালকে বিদায় ও নবাগত শাখা ব্যবস্থাপক রাজীব কুমার সাহা চৌধুরীকে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি শেরপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শ্যামল কুমার মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি ঝিনাইগাতী শাখার সিনিয়র অফিসার রিয়াজ নোমান। এতে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি শেরপুর প্রিন্সিপাল অফিসের সহকারী ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আলমগীর ও এডভোকেট আলহাজ্ব মো. মোখলেছুর রহমান আকন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, ইউপি সদস্য ও বণিক সমিতির নবনির্বাচিত কোষাধ্যক্ষ মো. জাহিদুল হক মনির, শিক্ষক এসএম রমজান আলী, ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম সেজু প্রমুখ।
পরে ব্যাংকের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিরা ও বিদায়ী এবং নতুন শাখার ব্যবস্থাপককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
বিদায়ী শাখা ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল তার কর্মকালীন সময় সততা, দক্ষতা দিয়ে উপজেলাব্যাপী সুনাম অর্জন করার পাশাপাশি সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি।