শেরপুরের ঝিনাইগাতীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও স¤প্রসারণ শীর্ষক সেমিনার এবং দুই দিনব্যাপী প্রদর্শনী মেলা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। এতে সভাপতিত্ব করেন ইউএনও রুবেল মাহমুদ। সেমিনার ও মেলার আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং উপজেলা পরিষদ।
সেমিনারে বক্তব্য দেন থানার ওসি (তদন্ত) আব্দুল কাদের, জেলা পরিষদের সদস্য আবু তাহের, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তানজিনা আক্তার বানু, সুলতানা আঞ্জুমানারা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাদিকুল আজিম প্রমুখ। সেমিনারে উপজেলার সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার নাগরিকেরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ চত্ত্বরে দুই দিনব্যাপী প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং উপজেলা পরিষদ আয়োজিত এ মেলায় ১৫টি স্টল স্থাপন করা হয়েছে।