শেরপুরের ঝিনাইগাতীতে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বকুল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকির মো. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বণিক সমিতির সহসভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
জানা গেছে, ঝিনাইগাতীতে এই প্রথম স্থাপিত আধুনিক এ ডায়াগনস্টিক সেন্টারে থাকছে, মেডিকেল চেকআপ, ডিজিটাল এক্স-রে, 4D কালার ডপলার আল্ট্রাসনোগ্রাম, ডিজিটাল ই.সিজি, সকল প্রকার প্যাথলজিক্যাল টেস্ট, হোম সার্ভিস, বিশেষজ্ঞ ডাক্তারগণের চেম্বার এবং রোগ নির্ণয়ের একমাত্র প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি পরিচালনায় থাকছেন, আলহাজ্ব বকুল মিয়া, আব্দুস ছালাম, ওবায়দুল হক বাবু, মো. মাহমুদুল হক মানিক ও সরোয়ার সোহাগ।